Monday, November 7, 2016

রেন্ট-এ-কার এজেন্সি সম্পর্কে কিছু ধারণা দেই

রেন্ট-এ-কার সম্পর্কে কিছু ধারণা দেই, পূর্বেই আমি রেন্ট-এ-কার এজেন্সি দের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কিছু কথা হয়তো গোপনীয়তা রক্ষা হবে না।
১, রেন্ট-এ-কার কি ? রেন্ট-এ-কার হচ্ছে ভাড়ার গাড়ি।
২, গাড়িটা কাহার ? যে কোনো করদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠানের।
৩, কিভাবে ভাড়া হয় ? রেন্ট-এ-কার এজেন্সির মাধ্যমে ভাড়া হয়।
৪, কাহার কাছে ভাড়া হয় ?
ক. যিনি গাড়ি রিজার্ভ নিয়ে ব্যবহারের ক্ষমতা রাখেন।
খ, যে ব্যক্তি বা প্রতিষ্ঠান গাড়ি ছাড়া চলতে পারেন না, অথচ বিভিন্ন কারণে গাড়ি কিনছেন না। হতে পারে গাড়ির জন্য একবারে এতো টাকা ইনভেস্ট করতে চান না , হতে পারে নিজের গাড়ির জন্য অনেক খরচ হয় কিন্তু ভাড়ার গাড়িতে খরচ কম হয়।
গ, যে ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকারকে এতো সম্পদ দেখাতে চান না।
ঘ, যে ব্যক্তি বা প্রতিষ্ঠান এর তেমন কোনো পুঁজি বা মূলধন নাই , অথচ তার গ্রাহককে অনেক মূলধন বা পুঁজি দেখাতে পছন্দ করেন।
ঙ, জরুরি প্রয়োজনে নিজের গাড়ি কাছে নাই , কাজের সময় পাচ্ছেন না।
চ , এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে বা পার্বনে বাধ্য হয়ে বা শখ করেও অনেকে গাড়ি ভাড়া নেন।
ছ, এক দেশ থেকে আরেক দেশে গেলেন, সেখানে তাৎক্ষণিক ভাবে গাড়ি কেনার পক্রিয়া জানেন না অথবা কিনেও লাভ নেই কারণ তিনি সেই দেশে বসবাস করবেন না।
এই ধরণের আরো অনেক কারণ আছে।
কিন্তু যে এজেন্সি গাড়ি গুলো ভাড়া দিচ্ছেন , চাহিদা অনুযায়ী কি সব গাড়ি তার নিজের ? না নিজের নয় , বিভিন্ন ভাবে এজেন্সি গুলো গাড়ি এরেন্জ বা ব্যবস্থা করে দিচ্ছে। কিভাবে ?
১, নিজের হয়তো ২ টা, ৫ টা বা ১০ টা, আমার জানা মতে কাগজ পত্র পর্যবেক্ষণ করে দেখেছি কোনো এজেন্সির ১৫ টার বেশি নিজস্ব গাড়ি নাই।
২, দীর্ঘ মেয়াদি মাসিক চুক্তিতে গাড়ি ভাড়া নিয়ে, নিজ ব্যবস্থায় ড্রাইভার দিয়ে নিজ এজেন্সির নামে চালানো হয়।
৩, পরিচিতদের গাড়ি অনত্র ভাড়া দিয়ে ১০% কমিশন নেওয়া হয়।
৪, ..............................................................................(এখানে গোপন রাখলাম)।
৫,
(চলবে )
এজেন্সির দ্বায় দায়িত্ব কি ?
১, গ্রাহকের চাহিদা অনুসারে সঠিক গাড়ি নির্বাচন করে দেওয়া।
২, গাড়ি দেওয়ার পূর্বে গ্রাহক সম্পর্কে জানা ও গ্রাহকের বাসা ও অফিস সম্পর্কে খোঁজ খবর নেওয়া।
৩, গাড়ির মধ্যে গ্রাহকের কোনো কিছু নষ্ট , বা হারানো গেলে তা গ্রাহকের কাছে ফিরিয়ে দেওয়া।
৪, গ্রাহকের কাছ থেকে মানি রিসিপ্ট বা বিল কপির মাধ্যমে রেন্ট চার্জ এনে গাড়ির মালিকের কাছে বুঝিয়ে দেওয়া। তখন তার কমিশন টাও বুঝে নেওয়া।
৫, যদি কোনো কারণে গ্রাহক রেন্ট চার্জ দিতে অপরাগত হয় , তখন নিজের থেকে গাড়ির মালিক কে তার প্রাপ্য বিল বা টাকা পরিশোদ করা। ( দেশে ০০.০১% থাকলেও চিটার, বাটপার আছে , এই জন্যই মাঝে মাঝে এজেন্সির এই ক্ষতিপূরণ দিতে হয় )
৬, পুলিশ রিকুজিশন হলে, পুলিশ গাড়ির এর জ্বালানি ( গ্যাস ) খরচ ছাড়া কিছুই দেন না , অথচ গাড়িটা যখন তিন চার দিন পর রিকুইজিশন থেকে অব্যাহতি দেওয়া হয় , তখন গাড়ি সি ভি জয়েন্ট থেকে শুরু করে দুনিয়ার কাজ করানোর প্রয়োজন হয়। গাড়ি কন্টাক্টের হলে , গাড়ির এই কাজ করে দেওয়া না হলেও যে কয়দিন রিকুইজিশন খাটানো হলো এবং গাড়ির কাজের জন্য যে কয়দিন গ্যারেজে পরে থাকলো এজেন্সির এই ক্ষতিপূরণ টাও দিতে হয়।
৭, এজেন্সিরা রেন্ট চার্জ এর ১০% কমিশন নিচ্ছে, অথচ ব্যাংক লেনদেন হিসাবের স্টেটমেন্ট থেকে সরকারকে পরিশোধ করতে হচ্ছে ট্যাক্স ৪.৫ % এবং ভ্যাট ১৫ % । তাহলে এই ৯.৫ % ক্ষতি কে পূরণ করবে ?
৮, ................................................................................( এখানেও গোপন রাখলাম )
৯, গাড়ি সহ ড্রাইভার যখন একজন গ্রাহকের সারাদিন ডিউটি করে, বিভিন্ন কথা বার্তায় ড্রাইভার গ্রাহকের আপন হয়ে যায়, গ্রাহকরা সাধারণত পরবর্তীতে গাড়ির প্রয়োজন হলে ওই ড্রাইভার কে জানায়, যদিও কোনো ভাবেই গ্রাহকের এটা উচিত না, এতে কোনো দুর্ঘটনা ঘটলে গ্রাহক কোথাও তার সুবিচার পাবেন না , এই জন্য উচিত গাড়ির প্রয়োজনে এজেন্সিকেই জানানো। এজেন্সিররা বিভিন্ন ভাবে মার্কেটিং করেই    একজন গ্রাহক তৈরী করে নেন , এরপর গ্রাহকের ভেরিফিকেশন করেন, এতে এজেন্সির প্রায় ৫০০ থেকে ১০০০/ টাকা প্রাথমিক অবস্থায় খরচ হয়।  অথচ যদি ওই গ্রাহক ড্রাইভার কে কল করে গাড়ি ভাড়া নেন , তাহলে ড্রাইভাররা সাধারণত এজেন্সিকে না জানিয়ে নিজে বা তার পরিচিত কাউকে পাঠিয়ে দেয়, এতে এজেন্সিরা ওই প্রাপ্য কমিশন থেকে বঞ্চিত হয়।  আর দুর্ঘটনা ঘটার সম্ববনাও বেশি থাকে।   তাই সম্মানিত গ্রাহকদের অনুরোধ থাকলো  মেহেরবাণী করে ড্রাইভারকে কল না করে গাড়ির প্রয়োজনে এজেন্সীকেই কল করে জানাবেন। 
১০, এছাড়াও আরো বেশ কিছু দায়িত্ব আছে , তেমনি আরো বেশ কিছু কারণে এজেন্সির ক্ষতিপূরণ দিতে হয়।
আর তাছাড়া অফিস খরচ , স্টাফ খরচ , পুলিশের হয়রানির গোপন চাঁদাতো আছেই।
তাহলে বলেন , এজেন্সির কি ১০% প্রাপ্য কমিশনে কি চলা সম্ভব ? যেহেতু আপনি গাড়ি ক্রয় করে রেন্ট-এ-কার এর কাছে দিয়ে চিন্তা মুক্ত থাকার চেষ্টায় আছেন, তাহলে বলেন কন্ট্যাক্ট এর গাড়ি গুলো ৫ বছর চালিয়ে দেওয়ার পর যখন গাড়ি গুলো পুরানো হয়ে যায় বা যাবে তখন এজেন্সিরা পুরানো গাড়িটির যদি ২৫% শেয়ার চায় , এটা কি বেশি কিছু চাওয়া ?

Sunday, November 6, 2016

''ইনভেস্টর প্রয়োজন ''

''ইনভেস্টর প্রয়োজন ''
আমাদের কয়েকজন ইনভেস্টর প্রয়োজন ,, আমরা (সেভেন রেন্ট-এ-কার) বিভিন্ন কোম্পানিতে দীর্ঘ মেয়াদি চুক্তিতে গাড়ি ভাড়া দিয়ে থাকি , ইনভেস্টর দের কাজ হচ্ছে নতুন গাড়ি ক্রয় করে দেবেন। যদি তিনি ব্যাঙ্ক লোন এর মাধ্যমে কিনে দেন, তাহলে মাসিক কিস্তি চালিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের কোম্পানির, প্রতিমাসে যে লাভ হবে তার ৫০% লাভ এবং কিস্তি শেষ হওয়ার পর যে গাড়িটা থাকবে এর ৭৫% মূল্য তার এবং ২৫% আমাদের কোম্পানির। আর যদি তিনি নগদ টাকা দিয়ে কিনে দেন, তাহলে যেখানে যে রেটে ভাড়া হবে এর ১০% ম্যানেজমেন্ট চার্জ বা কমিশন দেবেন, পাঁচ বছর এমন ভাবে ভাড়া হওয়ার পর যে গাড়িটা থাকবে এর ৭৫% মূল্য তার এবং ২৫% আমাদের কোম্পানির। প্রস্তাবটা কেমন ? আপনার টাকা জমা হয়ে, কোন কাজ ছারাই পরে আছে, কাজে খাটান।