Thursday, December 1, 2016

ঢাকায় টাকা ওড়ে, ধরতে জানতে হয়।

ঢাকায় টাকা ওড়ে, ধরতে জানতে হয়।
আপনি পুরুষ বা মহিলা যেই হন না কেন আর যে পেশায় থাকুননা কেন? আপনার চারপাশে অনেক ব্যবসা আপনার দিকে তাকিয়ে থাকে, আপনি শুধু দেখেননা অথবা দেখতে চাননা, হয়তো কোন পুজি ছাড়াই আপনি ২/১ টি ব্যবসা/ সাইড ব্যবসা শুরু করতে পারেন মেধা কে পুজি করে।এতে আপনার লাভ আমাদেরও লাভ । আগ্রহী হলে ইনবক্স করে রাখুন , দেরিতে হলেও উত্তর দেব ।

ধরুন আপনি যে কোন সেক্টরে জব করেন, আপনার কোম্পানী যে ক্যাটাগরীর কাস্টমারদের সাথে কাজ করে । আপনি সেই কাস্টমারদের সাথে পরিচিত হউন, তাদের ভাল মন্দ খোঁজ খবর নিন , তাদের জানান আপনার আরেকটা সাইড ব্যাবসা আছে, আপনি সেই ব্যবসার পার্টনার। কেউ না কেউ আপনাকে কাজ দিবে। শুরু হয়ে যাবে আপনার সাইডব্যবসা। আর সেখানে সুনামের সাথে কাজটি কমপ্লিট হলেই, আপনার বারতি ইনকাম শুরু হয়ে গেল ।
সবার জন্য আমরা বিনা পুজিতে ১টা ব্যবসার সুযোগ তৈরী করতে চাই। তার আগে আমাদের কথা বলি।
আমরা রেন্ট-এ-কার এর ব্যবসা করি।অর্থাৎ আমরা এজেন্সি । ব্যবসার জন্য ও সরকারী বৈধতার জন্য আমাদের সব ধরনের কাগছ পত্র আছে। আল্লাহর রহমতে বেশ ভাল করছি আমরা। পাশাপাশি আমাদের প্রয়োজনে আই সি টি এর কাজ শুরু করেছি । ......।।

ব্যবসার কথা হল,
আপনার প্রচারে যদি আপনার কোম্পানী বা আপনার পরিচিত কেহ কখনো আমাদের কাছ থেকে গাড়ী ভাড়া নেয় অথবা ওয়েব সাইট এর কাজ করায়, তাহলে আমরা গাড়ী ভাড়া দিয়ে গাড়ীর মূল ভাড়া থেকে ১০% ম্যানেজমেন্ট চার্জ বা কমিশন নেই , এই কমিশন থেকে ৫০% কমিশন আপনি গোপনে পেয়ে যাবেন । হতে পারে নগদ, বিকাশ , ব্যাংক অথবা আপনার পছন্দ মত যে কোন সিস্টেমে ।
আর আপনি যদি ষ্টুডেন্ট অথবা বেকার হয়ে থাকেন, আপনার আশে পাশেদেখবেন অনেক পরিচিত অফিস বা অফিসের কোন কর্মকর্তা আছে । সেই পরিচিতর সাথেকথা বলে খুব সহজেই আপনি গাড়ী ভাড়া দেয়া বা ওয়েবসাইট ও সফটওয়ার এর কাজ ম্যানেজ করতে পারেন, দশ জন এর সাথে কথা বললে ১ জন তো আপনাকে অর্ডার বা ব্যাবসা দিবেই, পথে নামলেই পথ চেনা যায়।। আর আমরা তো আছিই আপনাদের ট্রেনিং ও যাবতিও হেল্প করার জন্য।আশাকরি বেশী লিখে বিরক্ত করিনি, আর ব্যবসায় বিরক্ত হতে নেই।
তবে একটা প্রবলেম আছে , যদি কোন কারনে বিল বাকি থাকে, এবং বিল কোন কারনে না পাওয়া যায় , তাহলে ওই বিল আপনার দিতে হবে , এই জন্য অপরিচিত অথবা যদি মনে করেন গাড়ী ভাড়া নিয়ে, ভাড়া পরিশদ করার মত তাঁর সামর্থ্য নাই, তাকে গাড়ী ভাড়া দিবেন না । এই ক্ষেত্রে সে বা তাঁর কোম্পানি ওয়েবসাইট করতে চাইলে , প্রবলেম নাই । যতটুকু টাকা দেবে ততটুকু কাজ হবে ।
আর বিভিন্ন সময় আমরা আমাদের অফিসে ট্রেনিং এবং সাপোর্ট দেবার জন্য সমন্বয়ক এবং কার্যক্রম চালাচ্ছি। আশাকরি একদিন সবাইকে নিয়ে সাফল্য হতে পারব । ফোন করে অহেতুক বিরক্ত না করে, আমাদের সম্পর্কে আরও জানতে ভিজিট করুন নিম্নে দেওয়া এই সাইট গুলো ; তারপর কিছু জানতে হলে চলে আসুন আমাদের ক্ষুদ্র অফিসে । ধন্যবাদ
http://rentacarsbd.com/ এবং http://sevenict.com/ এবং http://rentacars.com.bd/service.php