Thursday, December 1, 2016

ঢাকায় টাকা ওড়ে, ধরতে জানতে হয়।

ঢাকায় টাকা ওড়ে, ধরতে জানতে হয়।
আপনি পুরুষ বা মহিলা যেই হন না কেন আর যে পেশায় থাকুননা কেন? আপনার চারপাশে অনেক ব্যবসা আপনার দিকে তাকিয়ে থাকে, আপনি শুধু দেখেননা অথবা দেখতে চাননা, হয়তো কোন পুজি ছাড়াই আপনি ২/১ টি ব্যবসা/ সাইড ব্যবসা শুরু করতে পারেন মেধা কে পুজি করে।এতে আপনার লাভ আমাদেরও লাভ । আগ্রহী হলে ইনবক্স করে রাখুন , দেরিতে হলেও উত্তর দেব ।

ধরুন আপনি যে কোন সেক্টরে জব করেন, আপনার কোম্পানী যে ক্যাটাগরীর কাস্টমারদের সাথে কাজ করে । আপনি সেই কাস্টমারদের সাথে পরিচিত হউন, তাদের ভাল মন্দ খোঁজ খবর নিন , তাদের জানান আপনার আরেকটা সাইড ব্যাবসা আছে, আপনি সেই ব্যবসার পার্টনার। কেউ না কেউ আপনাকে কাজ দিবে। শুরু হয়ে যাবে আপনার সাইডব্যবসা। আর সেখানে সুনামের সাথে কাজটি কমপ্লিট হলেই, আপনার বারতি ইনকাম শুরু হয়ে গেল ।
সবার জন্য আমরা বিনা পুজিতে ১টা ব্যবসার সুযোগ তৈরী করতে চাই। তার আগে আমাদের কথা বলি।
আমরা রেন্ট-এ-কার এর ব্যবসা করি।অর্থাৎ আমরা এজেন্সি । ব্যবসার জন্য ও সরকারী বৈধতার জন্য আমাদের সব ধরনের কাগছ পত্র আছে। আল্লাহর রহমতে বেশ ভাল করছি আমরা। পাশাপাশি আমাদের প্রয়োজনে আই সি টি এর কাজ শুরু করেছি । ......।।

ব্যবসার কথা হল,
আপনার প্রচারে যদি আপনার কোম্পানী বা আপনার পরিচিত কেহ কখনো আমাদের কাছ থেকে গাড়ী ভাড়া নেয় অথবা ওয়েব সাইট এর কাজ করায়, তাহলে আমরা গাড়ী ভাড়া দিয়ে গাড়ীর মূল ভাড়া থেকে ১০% ম্যানেজমেন্ট চার্জ বা কমিশন নেই , এই কমিশন থেকে ৫০% কমিশন আপনি গোপনে পেয়ে যাবেন । হতে পারে নগদ, বিকাশ , ব্যাংক অথবা আপনার পছন্দ মত যে কোন সিস্টেমে ।
আর আপনি যদি ষ্টুডেন্ট অথবা বেকার হয়ে থাকেন, আপনার আশে পাশেদেখবেন অনেক পরিচিত অফিস বা অফিসের কোন কর্মকর্তা আছে । সেই পরিচিতর সাথেকথা বলে খুব সহজেই আপনি গাড়ী ভাড়া দেয়া বা ওয়েবসাইট ও সফটওয়ার এর কাজ ম্যানেজ করতে পারেন, দশ জন এর সাথে কথা বললে ১ জন তো আপনাকে অর্ডার বা ব্যাবসা দিবেই, পথে নামলেই পথ চেনা যায়।। আর আমরা তো আছিই আপনাদের ট্রেনিং ও যাবতিও হেল্প করার জন্য।আশাকরি বেশী লিখে বিরক্ত করিনি, আর ব্যবসায় বিরক্ত হতে নেই।
তবে একটা প্রবলেম আছে , যদি কোন কারনে বিল বাকি থাকে, এবং বিল কোন কারনে না পাওয়া যায় , তাহলে ওই বিল আপনার দিতে হবে , এই জন্য অপরিচিত অথবা যদি মনে করেন গাড়ী ভাড়া নিয়ে, ভাড়া পরিশদ করার মত তাঁর সামর্থ্য নাই, তাকে গাড়ী ভাড়া দিবেন না । এই ক্ষেত্রে সে বা তাঁর কোম্পানি ওয়েবসাইট করতে চাইলে , প্রবলেম নাই । যতটুকু টাকা দেবে ততটুকু কাজ হবে ।
আর বিভিন্ন সময় আমরা আমাদের অফিসে ট্রেনিং এবং সাপোর্ট দেবার জন্য সমন্বয়ক এবং কার্যক্রম চালাচ্ছি। আশাকরি একদিন সবাইকে নিয়ে সাফল্য হতে পারব । ফোন করে অহেতুক বিরক্ত না করে, আমাদের সম্পর্কে আরও জানতে ভিজিট করুন নিম্নে দেওয়া এই সাইট গুলো ; তারপর কিছু জানতে হলে চলে আসুন আমাদের ক্ষুদ্র অফিসে । ধন্যবাদ
http://rentacarsbd.com/ এবং http://sevenict.com/ এবং http://rentacars.com.bd/service.php

Monday, November 7, 2016

রেন্ট-এ-কার এজেন্সি সম্পর্কে কিছু ধারণা দেই

রেন্ট-এ-কার সম্পর্কে কিছু ধারণা দেই, পূর্বেই আমি রেন্ট-এ-কার এজেন্সি দের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কিছু কথা হয়তো গোপনীয়তা রক্ষা হবে না।
১, রেন্ট-এ-কার কি ? রেন্ট-এ-কার হচ্ছে ভাড়ার গাড়ি।
২, গাড়িটা কাহার ? যে কোনো করদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠানের।
৩, কিভাবে ভাড়া হয় ? রেন্ট-এ-কার এজেন্সির মাধ্যমে ভাড়া হয়।
৪, কাহার কাছে ভাড়া হয় ?
ক. যিনি গাড়ি রিজার্ভ নিয়ে ব্যবহারের ক্ষমতা রাখেন।
খ, যে ব্যক্তি বা প্রতিষ্ঠান গাড়ি ছাড়া চলতে পারেন না, অথচ বিভিন্ন কারণে গাড়ি কিনছেন না। হতে পারে গাড়ির জন্য একবারে এতো টাকা ইনভেস্ট করতে চান না , হতে পারে নিজের গাড়ির জন্য অনেক খরচ হয় কিন্তু ভাড়ার গাড়িতে খরচ কম হয়।
গ, যে ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকারকে এতো সম্পদ দেখাতে চান না।
ঘ, যে ব্যক্তি বা প্রতিষ্ঠান এর তেমন কোনো পুঁজি বা মূলধন নাই , অথচ তার গ্রাহককে অনেক মূলধন বা পুঁজি দেখাতে পছন্দ করেন।
ঙ, জরুরি প্রয়োজনে নিজের গাড়ি কাছে নাই , কাজের সময় পাচ্ছেন না।
চ , এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে বা পার্বনে বাধ্য হয়ে বা শখ করেও অনেকে গাড়ি ভাড়া নেন।
ছ, এক দেশ থেকে আরেক দেশে গেলেন, সেখানে তাৎক্ষণিক ভাবে গাড়ি কেনার পক্রিয়া জানেন না অথবা কিনেও লাভ নেই কারণ তিনি সেই দেশে বসবাস করবেন না।
এই ধরণের আরো অনেক কারণ আছে।
কিন্তু যে এজেন্সি গাড়ি গুলো ভাড়া দিচ্ছেন , চাহিদা অনুযায়ী কি সব গাড়ি তার নিজের ? না নিজের নয় , বিভিন্ন ভাবে এজেন্সি গুলো গাড়ি এরেন্জ বা ব্যবস্থা করে দিচ্ছে। কিভাবে ?
১, নিজের হয়তো ২ টা, ৫ টা বা ১০ টা, আমার জানা মতে কাগজ পত্র পর্যবেক্ষণ করে দেখেছি কোনো এজেন্সির ১৫ টার বেশি নিজস্ব গাড়ি নাই।
২, দীর্ঘ মেয়াদি মাসিক চুক্তিতে গাড়ি ভাড়া নিয়ে, নিজ ব্যবস্থায় ড্রাইভার দিয়ে নিজ এজেন্সির নামে চালানো হয়।
৩, পরিচিতদের গাড়ি অনত্র ভাড়া দিয়ে ১০% কমিশন নেওয়া হয়।
৪, ..............................................................................(এখানে গোপন রাখলাম)।
৫,
(চলবে )
এজেন্সির দ্বায় দায়িত্ব কি ?
১, গ্রাহকের চাহিদা অনুসারে সঠিক গাড়ি নির্বাচন করে দেওয়া।
২, গাড়ি দেওয়ার পূর্বে গ্রাহক সম্পর্কে জানা ও গ্রাহকের বাসা ও অফিস সম্পর্কে খোঁজ খবর নেওয়া।
৩, গাড়ির মধ্যে গ্রাহকের কোনো কিছু নষ্ট , বা হারানো গেলে তা গ্রাহকের কাছে ফিরিয়ে দেওয়া।
৪, গ্রাহকের কাছ থেকে মানি রিসিপ্ট বা বিল কপির মাধ্যমে রেন্ট চার্জ এনে গাড়ির মালিকের কাছে বুঝিয়ে দেওয়া। তখন তার কমিশন টাও বুঝে নেওয়া।
৫, যদি কোনো কারণে গ্রাহক রেন্ট চার্জ দিতে অপরাগত হয় , তখন নিজের থেকে গাড়ির মালিক কে তার প্রাপ্য বিল বা টাকা পরিশোদ করা। ( দেশে ০০.০১% থাকলেও চিটার, বাটপার আছে , এই জন্যই মাঝে মাঝে এজেন্সির এই ক্ষতিপূরণ দিতে হয় )
৬, পুলিশ রিকুজিশন হলে, পুলিশ গাড়ির এর জ্বালানি ( গ্যাস ) খরচ ছাড়া কিছুই দেন না , অথচ গাড়িটা যখন তিন চার দিন পর রিকুইজিশন থেকে অব্যাহতি দেওয়া হয় , তখন গাড়ি সি ভি জয়েন্ট থেকে শুরু করে দুনিয়ার কাজ করানোর প্রয়োজন হয়। গাড়ি কন্টাক্টের হলে , গাড়ির এই কাজ করে দেওয়া না হলেও যে কয়দিন রিকুইজিশন খাটানো হলো এবং গাড়ির কাজের জন্য যে কয়দিন গ্যারেজে পরে থাকলো এজেন্সির এই ক্ষতিপূরণ টাও দিতে হয়।
৭, এজেন্সিরা রেন্ট চার্জ এর ১০% কমিশন নিচ্ছে, অথচ ব্যাংক লেনদেন হিসাবের স্টেটমেন্ট থেকে সরকারকে পরিশোধ করতে হচ্ছে ট্যাক্স ৪.৫ % এবং ভ্যাট ১৫ % । তাহলে এই ৯.৫ % ক্ষতি কে পূরণ করবে ?
৮, ................................................................................( এখানেও গোপন রাখলাম )
৯, গাড়ি সহ ড্রাইভার যখন একজন গ্রাহকের সারাদিন ডিউটি করে, বিভিন্ন কথা বার্তায় ড্রাইভার গ্রাহকের আপন হয়ে যায়, গ্রাহকরা সাধারণত পরবর্তীতে গাড়ির প্রয়োজন হলে ওই ড্রাইভার কে জানায়, যদিও কোনো ভাবেই গ্রাহকের এটা উচিত না, এতে কোনো দুর্ঘটনা ঘটলে গ্রাহক কোথাও তার সুবিচার পাবেন না , এই জন্য উচিত গাড়ির প্রয়োজনে এজেন্সিকেই জানানো। এজেন্সিররা বিভিন্ন ভাবে মার্কেটিং করেই    একজন গ্রাহক তৈরী করে নেন , এরপর গ্রাহকের ভেরিফিকেশন করেন, এতে এজেন্সির প্রায় ৫০০ থেকে ১০০০/ টাকা প্রাথমিক অবস্থায় খরচ হয়।  অথচ যদি ওই গ্রাহক ড্রাইভার কে কল করে গাড়ি ভাড়া নেন , তাহলে ড্রাইভাররা সাধারণত এজেন্সিকে না জানিয়ে নিজে বা তার পরিচিত কাউকে পাঠিয়ে দেয়, এতে এজেন্সিরা ওই প্রাপ্য কমিশন থেকে বঞ্চিত হয়।  আর দুর্ঘটনা ঘটার সম্ববনাও বেশি থাকে।   তাই সম্মানিত গ্রাহকদের অনুরোধ থাকলো  মেহেরবাণী করে ড্রাইভারকে কল না করে গাড়ির প্রয়োজনে এজেন্সীকেই কল করে জানাবেন। 
১০, এছাড়াও আরো বেশ কিছু দায়িত্ব আছে , তেমনি আরো বেশ কিছু কারণে এজেন্সির ক্ষতিপূরণ দিতে হয়।
আর তাছাড়া অফিস খরচ , স্টাফ খরচ , পুলিশের হয়রানির গোপন চাঁদাতো আছেই।
তাহলে বলেন , এজেন্সির কি ১০% প্রাপ্য কমিশনে কি চলা সম্ভব ? যেহেতু আপনি গাড়ি ক্রয় করে রেন্ট-এ-কার এর কাছে দিয়ে চিন্তা মুক্ত থাকার চেষ্টায় আছেন, তাহলে বলেন কন্ট্যাক্ট এর গাড়ি গুলো ৫ বছর চালিয়ে দেওয়ার পর যখন গাড়ি গুলো পুরানো হয়ে যায় বা যাবে তখন এজেন্সিরা পুরানো গাড়িটির যদি ২৫% শেয়ার চায় , এটা কি বেশি কিছু চাওয়া ?

Sunday, November 6, 2016

''ইনভেস্টর প্রয়োজন ''

''ইনভেস্টর প্রয়োজন ''
আমাদের কয়েকজন ইনভেস্টর প্রয়োজন ,, আমরা (সেভেন রেন্ট-এ-কার) বিভিন্ন কোম্পানিতে দীর্ঘ মেয়াদি চুক্তিতে গাড়ি ভাড়া দিয়ে থাকি , ইনভেস্টর দের কাজ হচ্ছে নতুন গাড়ি ক্রয় করে দেবেন। যদি তিনি ব্যাঙ্ক লোন এর মাধ্যমে কিনে দেন, তাহলে মাসিক কিস্তি চালিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের কোম্পানির, প্রতিমাসে যে লাভ হবে তার ৫০% লাভ এবং কিস্তি শেষ হওয়ার পর যে গাড়িটা থাকবে এর ৭৫% মূল্য তার এবং ২৫% আমাদের কোম্পানির। আর যদি তিনি নগদ টাকা দিয়ে কিনে দেন, তাহলে যেখানে যে রেটে ভাড়া হবে এর ১০% ম্যানেজমেন্ট চার্জ বা কমিশন দেবেন, পাঁচ বছর এমন ভাবে ভাড়া হওয়ার পর যে গাড়িটা থাকবে এর ৭৫% মূল্য তার এবং ২৫% আমাদের কোম্পানির। প্রস্তাবটা কেমন ? আপনার টাকা জমা হয়ে, কোন কাজ ছারাই পরে আছে, কাজে খাটান।

Sunday, October 30, 2016

ট্রাফিক সাইন

যারা ড্রাইভিং করেন, তাদের কার কতটুকু মনে আছে ট্রাফিক সাইন, একটু মনে মনে ঝালাই করে নিন , নিচে কমেন্টে লিখুন।

ট্রাফিক সাইন, একটু মনে মনে ঝালাই করে নিন , নিচে কমেন্টে লিখুন। 

Friday, October 28, 2016

বাংলাদেশের বাস বুকিং এর সকল কাউন্টারের ফোন নাম্বার

সংগ্রহে রাখুন বাংলাদেশের বাস বুকিং এর সকল কাউন্টারের ফোন নাম্বার =

Ahsan Enterprise: 01912-707333
AK Travels: 02-7195799, 01191-620642, 01191-620643
Akota Paribahan: 01711-103191 Al Mobarak Paribahan: 01731-748800, 01922-182080 Anik Mahmud Enterprise: 01725-284020 Ara Paribahan Pvt. Ltd.: 01733-036003, 01733-036002 Asia Exclusive: 01715-986215, 01712-154972 Aziz Travels: 01917616098, 01931-134490 Azmir Paribahan: 01712-627618, 01718-907092 Babul Enterprise: 01711-119372 Baghdad Express: 01730-046040 Banaful Transport: 01712-150072, 01723-385371, 01879-996853 Bilash Service: 01974-474427, 01974-474428, 01974-474429 Buriganga Special Paribahan: 01831-755154, 01776-347467 Desh Paribahan Pvt. Ltd: 01922-105062 Dhaka Express: 02-7101725, 01712-905510 Dola Paribahan Ltd: 01552-462852 Dream Line Special: 01835-088321, 01835-088320 Eagle Paribahan: 02-9006700 Econo Service: 01721-942474, 01715-300165 Ehsan Paribahan: 01191-869697, 01915-523530, 01198-386161 Ena Paribahan: 01924764571, 01716131481 Grameen Service Pvt. Ltd.: 01736-176655, 01770-806100 Greenline: 02-7192300, 02-7191900, 01730-060080 Hamim Paribahan Pvt. Ltd.: 01716-895321, 01819-954495 Hanif Enterprise: 0173-402670, 01713-402671, 01713-402673 Kakoli Enterprise: 01710-330777, 01714-393828 Karnaphuli Paribahan: 01674-805164 Karnaphuli Special Paribahan: 01926-186782 Keya Paribahan: 02-9000812, 01193-255944, 01193-255943 Kuakata Express: 01761-784382, 01682-903813 Lucky Enterprise: 01715-329981 Mamun Enterprise: 01711-337851, 01718-438732, 01912-064032 Meghna Travel Pvt ltd: 01714-831666 01933-235376, 01672-609222, 01719-017362 Modern Enterprise: 01746-037071, 01726-717226 N Islam Enterprise: 01682-634811 Nabil Paribahan: 02-8127949, 02-8018076 Nazim Paribahan: 01765-450793, 01765-450794 Nirala Paribahan: 01711-595776 NP Paribahan: 01916-967678 Ontora Paribahan: 01682-903813, 01718-177888 Ovi Enterprise: 01730-186207, 01199-122345 Pabna Express: 01711-024088 Parjatak Paribahan: 01746-487181, 01719-813004 Rabeya Special: 01675-808820 Rajib Special: 01712-060146, 01711-035351 Rumin Paribahan Ltd.: 01772-950140, 01772-950141 Ruposi Bangla Paribahan: 02-7194306, 01710-324840 S Alam Service: 02-9331868, 02-8315087, 01917-720395 SA Paribahan: 01916-712614, 01915-375887 Sakura Paribahan: 02-8021184, 01190-658772, 01729-556677 SB Super Delux: 02-9009586, 01199-340748 Seba Chair Coach: 01916-977108, 01199-489152 Shah Fateh Ali Paribahan: 01193-221085, 01191-680687 Shahi Service: 01973-399020, 01973-399021 Shohagh Paribahan: 02-9344477, 01711-612433 Shyamoli Paribahan: 02-8360241, 01716-942158, 02-8124881, 02-9124514 SI Enterprise: 01746-037071, 01711-944023 Silk Line: 01714-087563 Sky Line Express: 01737-595463, 01190-300010, 01746-379215 Soudia Paribahan: 01919-654935 SP Golden Line: 047163380, 047164709, 047164710, 01740-543136 SR Travels: 02-8013793, 02-8019312, 01711-394801 Star Line Paribahan: 01973-259653 Sugandha Paribahan: 01728-561366, 01719-813004, 01716-878556 Sundarban Service Pvt Ltd: 01675-943578, 01818-529008, 01672-755338, 01720-220272 Swapna Shanto Special: 01718-747480, 01718-159791 Tisha Bus Service: 02-9359357, 01924-558664, 01913-409288, 01675-315856, 01713-526726 TR Travels: 01191-494865, 02-8031189, 01191-494864, 01191-494863 Tungipara Express: 01712-726140, 01716-211642 Ultra Modern Paribahan: 01714-989161 Unique Service: 02-9002710, 01190-806447, 01821-498833 United Paribahan: 01724-024233, 01716-515799

এছাড়া যে কোনো প্রাইভেট গাড়ি ৪ সিট্ , ৭ সিট্ , ১১ সিট্ বিশিষ্ট গাড়ি ভাড়ার জন্য 01611-511616 

Wednesday, October 26, 2016

''ব্যাবসায়িক পলিসি ''

''ব্যাবসায়িক পলিসি ''
আমার কাছে আমার মতো রেন্ট-এ-কার ব্যবসায়ী অনেকেই প্রশ্ন করেন, আপনার এতো গাড়ি ভাড়া হয় কি করে ? আপনার এতো ক্লায়েন্ট হলো কি করে ? এর সাথে অনেকের একটু ঈর্ষা ভাব দেখতেও পাই।
আমি অনেকদিন ধরেই তাদের কিছু উত্তর দিয়েই যাচ্ছি, তারপর তারা তা মেনে চলে না , অথবা তারা আমার কথা বোঝে না। যাইহোক কিছু উত্তর দিচ্ছি , প্রত্যেক ব্যাবসায়ীর কাছে নিজস্ব কিছু পলিসি বা টেকনিক থাকেই, যা তিনি কাউকেই প্রকাশ করেন না , আমি সব না হলেও কিছু প্রকাশ করছি।
১) আমাদের রেন্ট-এ-কার থেকে অজানা ও অচেনা কোনো গাড়ি ভাড়া দেই না , আমাদের প্রত্যেক গাড়ির ও গাড়ির ড্রাইভার এর সব ধরণের কাগজ পত্র আমাদের কাছে সংরক্ষণ , এবং প্রত্যেক ড্রাইভার দের সাথে এমন ভাবে আমরা মিলেমিশে চলি যে তার পরিবারের সদ্দস্য হয়ে যাই। এতে তার মধ্যে কোনো প্রব্লেম পেলে তার সাথে আমাদের আর কোনো লেনদেন ও যোগাযোগ রাখি না। অর্থাৎ আমাদের ড্রাইভাররা সবাই বিশস্ত।
২) আমরা যখন গাড়ি ভাড়া দেই , তখন ক্লায়েন্ট এর সব কথা মন দিয়ে শুনি ও রেকর্ড ও লিপিবদ্দ করি। তার চাহিদা ও প্রয়োজনীয় গাড়ি তাকে সরবরাহ করি।
৩) ক্লায়েন্ট যেমন গাড়ি ভাড়া নেওয়ার সময় বাজার যাচাই করেন, আমরাও বাজার বিভিন্ন উপায়ে তাৎক্ষণিক ভাবে যাচাই করে, নেয্য রেটে গাড়ি সরবরাহ করার কারণে, ক্লায়েন্ট যেমন ঠকে না , তেমনি গাড়ির মালিক গণ ও ড্রাইভার ঠকে না। এতে সারা বছর ক্লায়েন্ট এর চাহিদা অনুসারে আমরা গাড়ি সরবরাহ করতে পারি , কিন্তু রেন্ট-এ-কার এজেন্সিরা যদি ইনভেস্টরদের বা গাড়ির মালিকদের ঠকিয়ে থাকে তাহলে উর্দগতির বাজারে যেমন ঈদ, পূজা, বড়দিন ও গাড়ির চাহিদার সময় গাড়ির মালিক গণ তাদের গাড়ি না দেওয়ায় তারা ক্লায়েন্টের চাহিদা পূরণ করতে পারেন না , এতেই তাদের ক্লায়েন্ট কমে যায়। আর সেই সম্মানিত ক্লায়েন্টগণ সেভেন রেন্ট-এ-কার থেকে গাড়ি ভাড়া নিয়ে সম্পর্ক বজায় রাখেন , এতেই দিন দিন সেভেন রেন্ট-এ-কার সুনাম ও ক্লায়েন্ট বৃদ্দি পায়।
ধন্যবাদ -
মাইকেল শিকদার
কোঅর্ডিনেটর অফ সেভেন রেন্ট-এ-কার
01611511616
http://rentacarsbd.com/

Saturday, October 22, 2016

''অদক্ষ চালকদের কাছে জিম্মি জীবন কিন্তু সেভেন রেন্ট-এ-কার এর ড্রাইভার গণ সবাই দক্ষ। পরীক্ষা নিয়ে দেখতে পারেন।''

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাব অনুযায়ী, দেশে নিবন্ধিত যানবাহনের সংখ্যা ২২ লাখ ৬৯ হাজার ৮৫৮। আর লাইসেন্সপ্রাপ্ত চালকের সংখ্যা ১৫ লাখ ২৪ হাজার। নিবন্ধিত যানবাহন ও চালকের মধ্যে পার্থক্য ৭ লাখ ৪৫ হাজার। তাহলে বাকি গাড়ি চালান কারা? লাইসেন্স ছাড়া তাঁরা চালাচ্ছেই-বা কীভাবে?
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, যেসব চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তাঁদের একটা বড় অংশকে দেওয়া হয়েছে যথাযথ পরীক্ষা ছাড়া। বড় অঙ্কের টাকার বিনিময়ে এসব লাইসেন্স দেওয়া হয় তাঁদের। এসব বিষয়ে কোনো ধরনের নজরদারি আছে বলে তো মনে হয় না। আমাদের দেশে মনে হয় সবই সম্ভব? সবাই কী রকম নির্বিকার।
চালকের আসনে কে বসে আছে, এটা আমরা বেশির ভাগ সময় খেয়ালই করি না। আমরা নিশ্চিন্তে আমাদের জীবন অদক্ষ চালকদের হাতে তুলে দিচ্ছি। আর দুর্ঘটনা ঘটলে নিয়তির লিখন বলে সান্ত্বনা খুঁজছি।
তবে সব সড়ক দুর্ঘটনার দায় এককভাবে চালকের সহকারীদের নয়। আরও নানা কারণে দেশে সড়ক দুর্ঘটনা ঘটছে। এর মধ্যে রয়েছে, বেহাল সড়ক, ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামানো, চালকের অসতর্কতা বা গাফিলতি, ফাঁকা সড়কগুলোতে বেপরোয়া গতিতে গাড়ি চালানো, সাইড না পেয়েও ওভারটেক করার চেষ্টা, মদ্যপ অবস্থায়, ড্রাইভিং অবস্থায় হার্ট এটাক , মাইল্ড স্ট্রোক , ঠিক মতো না ঘুমিয়ে চালানো ও বিরতিহীনভাবে গাড়ি চালানো ইত্যাদি। গাড়ির অদক্ষ চালক নিয়ে এ পর্যন্ত বহু কথা হয়েছে। কিন্তু অদক্ষ গাড়ি চালকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে—এমনটা কখনো দেখা যায়নি। এ রকম চলতে থাকলে সড়ক দুর্ঘটনা বাড়তে থাকবে—এটাই তো স্বাভাবিক!
 কিন্তু আশার কথা, ''অদক্ষ চালকদের কাছে জিম্মি জীবন কিন্তু সেভেন রেন্ট-এ-কার এর ড্রাইভার গণ সবাই দক্ষ। পরীক্ষা নিয়ে দেখতে পারেন।''

Thursday, October 20, 2016

সেভেন রেন্ট-এ-কার এর সাথে বিভিন্ন গাড়ির মালিকের '' গাড়ি ভাড়ার চুক্তিনামার '' চুক্তিপত্রের নমুনা

                                                                গাড়ী ভাড়া চুক্তিনামা

 জনাব,  ............

বাংলাদেশ ।                                                                                                                     ১ম পক্ষ গাড়ীর মালিক       
        
জনাব , ...............
সমন্বয়কারী/ স্বত্বাধিকার/পরিচালক/ প্রতিনিধি (গাড়ীর ব্যবস্থাপনা কর্মকর্তা )
 সেভেন রেন্ট-এ-কার,  হাউস#৬১, রোড # ১৮, সেক্টর # ১১, ঢাকা -১২৩০ , ফোন ; ০১৬১১৫১১৬১৬ ওয়েবসাইট www.rentacarsbd.com
                                                                                                                               ২য় পক্ষ গাড়ী ভাড়া গ্রহীতা   

  
 আমরা পক্ষ গনের মধ্যে ২য় পক্ষ রেন্ট-এ-কার এর জন্য গাড়ী বাৎসরিক হিসবে ভাড়া নেয়ার ঘোষণা দিলে আপনি ১ম পক্ষ নিম্ন তফসীলে বর্ণিত গাড়ীটি ভাড়া দিতে ইচ্ছুক হওয়ায় আমরা উভয় পক্ষ সুস্থ শরীরে স্বজ্ঞানে, স্বাধীন চিত্তে নিম্ন লিখিত শর্তাবলীর আওতায় এই গাড়িভাড়া নামা চুক্তিপত্র সম্পাদন করতে একমত হইলাম । 

                                                                      শর্তাবলী -
১। বর্ণিত একটি গাড়ির মাসিক ভাড়া         ,০০০/ ( কথায়: টাকা) টাকা ধার্য করা হলো।
২। প্রতি মাসের ভাড়া ১০ তারিখের মধ্যে  ১ম পক্ষ সেভেন রেন্ট-এ-কার হতে ২য় পক্ষের এর নামে  চেকের মাধ্যমে পরিশোধ  করতে হবে।
৩। গাড়ী চলাকালীন সময় ২য় পক্ষ গাড়ীর জ্বালানী এবং আনুসঙ্গিক ১০০০/ টাকার মধ্যে সমস্ত খরচ বহন করবেন ।
৪।গাড়ীর কাগজ পত্র ও এক হাজার টাকার বেশি যে কোন কাজের ক্ষেত্রে গাড়ীর মালিক বা ১ম পক্ষ খরচ বহন করবেন ।
৫। ১ম পক্ষের অনুপুস্থিতিতে চুক্তি বহির্ভূত কোন প্রকার সুবিধাদি ২য় পক্ষ গ্রহন করতে পারবেন না ।
৬। গাড়ী দিয়ে কোন প্রকার আইন বহির্ভূত কাজ করা যাবে না ।ডিউটি চলাকালীন সময় প্রচলিত আইন বহির্ভূত যে কোন প্রকার কার্যকলাপের জন্য ১ম পক্ষ কোনভাবে দায়ী থাকবে না । আইন বহির্ভূত কাজ করলে তাহা দায় ভার গাড়ী ব্যবহারকারী বহন করিবেন ।
৭। ২য় পক্ষের সাথে গাড়ী ভাড়া চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ১ম পক্ষ এই গাড়ী অন্য কারো কাছে, ভাড়া , বিক্রি, বন্দক ব দাদন করতে পারবেন না ।
৮। ডিউটি চলাকালীন অবস্থায় গাড়ীর কোন ক্ষয়ক্ষতি হলে এবং আইনগত ঝামেলা হলে তাহা ১ম পক্ষ সর্বাবস্থায় দায়ী থাকবে যদি গাড়ীতে অবৈধ কিছু পাওয়া না যায় অথবা অনৈতিক কোন কার্যকলাপ না হয় । আর গাড়ীতে অবৈধ কিছু পাওয়া গেলে অথবা অনৈতিক কোন কার্যকলাপ এর জন্য ২য় পক্ষ দায়ী থাকবে । এই জন্য কিছু কিছু সময় গাড়ীর কোন ব্যাপারে অনাকাংখিত ঘটনায় অহেতুক পুলিশ হয়রানী হলে, তাহা দ্রুত সমাধানের জন্য উভয়পক্ষের চেষ্টা করতে হবে এমনকি অহেতুক কোন জরিমানা বা ক্ষতিপূরণ দিতে হলে উভয়পক্ষের সমান ভাগে ভাগ দিতে হবে ।  
৯। অত্র চুক্তির মেয়াদকাল ১ (এক) বছর পর্যন্ত বলবত থাকবে এবং প্রয়োজন বোধে উভয়পক্ষ একমত পোষণ করলে চুক্তির মেয়াদ বাড়ানো যেতে পারে ।
১০। অত্র চুক্তির শেষ হওয়ার পূর্বে যদি কোন পক্ষ অত্র চুক্তিপত্র বাতিল করতে চায় তাহলে কমপক্ষে ১ (এক) মাস পূর্বে এক পক্ষ অন্য পক্ষকে অবহিত করতে বাধ্য থাকবে । তবে ২য় পক্ষের লেনদেনের ও কার্যকলাপ খারাপ হলে ১ দিনের লিখিত নোটিশে যে কোন স্থান হতে ১ম পক্ষ গাড়ী ২য় পক্ষের উপস্থিথিতে নিয়ে যেতে পারবে ।
১১। গাড়ীর পারকিং ও  রাতে ডিউটি শেষে গাড়ী ২য় পক্ষের দায়িত্বে থাকবে ।
১২। ড্রাইভার ১ম পক্ষের অথবা ২য় পক্ষের হোক, ড্রাইভার এর বেতন, ডিউটি কালিন খাবার ও ৮ ঘণ্টার বেশি ডিউটি হলে ধার্য ক্রিত ওভার টাইম ২য় পক্ষ বা গাড়ী ব্যবহারকারী বহন করবেন ।
১৩।২য় পক্ষের যুক্তিযুক্ত সমস্যা, অসুস্থতা কালিন সময় ও বিশেষ প্রয়োজনে গাড়ী অন্য ড্রাইভার এর কাছে বা অন্যর দায়িত্বে দিতে চাইলে  তাহা  ১ম পক্ষের কাছে তাৎক্ষনিক ভাবে জানাতে হবে ও যাহার কাছে দেওয়া হবে তাহার সঠিক কাগজ পত্র বা জীবন ব্রিতান্ত ১ম পক্ষের কাছে জমা দিতে হবে|
১৪। কোন প্রয়োজনে ১ম পক্ষের যে কোন কাজে গাড়ী প্রয়োজন হলে ২য় পক্ষকে কমপক্ষে ২ দিন পূর্বে অবগত করতে হবে, ১ম পক্ষ গাড়ী ব্যবহার করলে, ১ম পক্ষ ২য় পক্ষের কাছে তার বাজার দর অনুযায়ী ভাড়া পরিশোধ করতে হবে ।
১৫। সরকারী কাজে গাড়ী রিকুইজিশন হলে, হরতাল অবরধে ও প্রাকৃতিক দুর্যোগে গাড়ীর আয় কম হলে ১ম পক্ষ কোন খরচ বা দায় ভার বহন করিবেন না । পরের মাসের ১০ তারিখের মধ্যে ধারজ ক্রিত বিল চেকের মাধ্যমে পরিশোধ করতে হবে ।
তবে গাড়ীর যান্ত্রিক ও কাগজপত্র আপডেট করার ক্ষেত্রে গাড়ী ২য় পক্ষ ব্যবহার করতে না পারলে বা ডিউটি করাতে না পারলে ১ম পক্ষের কাছ হতে ওই দিন গুলোর ভাড়া জেমেতিক হারে কর্তন যাবে অর্থাৎ নির্দিষ্ট দিনের গাড়ীর ভাড়া ২য় পক্ষের কাছ থেকে নিতে পারবেন না ।   
১৬। সরকারী নিয়ম অনুযায়ী প্রযোজ্য ট্যাক্স ও ভ্যাট ১ম পক্ষ প্রদান করবেন ।
১৭। ১ম পক্ষের নিকট হতে ২য় পক্ষ অদ্য ......... ইং তারিখ, গাড়ী, গাড়ীর সঙ্গে থাকা মূল কাগজ, রেজিস্ট্রেশন, ফিটনেস , ট্যাক্স , ইন্সুরেন্স , (প্রযোজ্য ক্ষেত্রে রুট পারমিট), টুল বক্সের যন্ত্রপাতি, এস্পেয়ার টায়ার বুজিয়া নিয়েছেন ।
১৮। উলেখিত কোন শর্ত রদ বদল এর প্রয়োজন হলে এই চুক্তি নামার নম্বর উল্লেকে করে এই চুক্তিনামার সাথে যুক্ত করে পুনুরায় সংযুক্ত কাগজ পত্রে সাক্ষর লইতে হবে ।
১৯। চালক ও গাড়ীর সকল প্রকার কাগজ পত্রের ফটোকপি সংযুক্ত ও গাড়ীর বর্ণনা নিম্নে প্রদান করা হইলো ।
উপস্থিত সাক্ষি গনের সামনে উভয় পক্ষকে  এই চুক্তিনামার বিষয়বস্তু পাঠ করে শুনানো হলে তাহারা সঠিক বলিয়া স্বীকার করিয়া লইলেন ।
অদ্য   .........     ইং সনের তারিখে আমারা উভয় পক্ষ সুস্থ শরীরেও ও স্বজ্ঞানে, স্বাধীন চিত্তে সমুদয় শর্তাদি স্বীকার করিয়া লয়ে সাক্ষ্য গনের উপস্থিতিতে এই গাড়ী ভাড়া চুক্তিনামা সম্পাদন করলাম ।
                                                                            তফসিল
গাড়ীর বর্ণনা =
গাড়ীর প্রকার =
প্রস্তুতকারক =
রেজিস্ট্রেশন =
রং =
আসন সংখ্যা =
ইঞ্জিন নং =
সেচিস নং =
গাড়ীর নং=
চালকের নাম =
মোবাইল নম্বর =
ঠিকানা  =
ড্রাইভিং লাইসেন্স, ও এন আই ডি কার্ডের ফটোকপি

প্রথম পক্ষের স্বাক্ষর -                                                                                      দ্বিতীয় পক্ষের স্বাক্ষর -

সাক্ষীগনের স্বাক্ষর -   

Wednesday, September 28, 2016

দুর্গা পূজা ২০১৬




দূর্গা পূজা দিন ৪


১০th
অক্টোবর ২০১৬
(সোমবার)

Monday, September 26, 2016

~ Rent-A-Car

~ Rent-A-Car We provide transport facility at convenience cost, pick and drop, office purpose, long tour, Monthly basis etc, service available for whole Bangladesh and Dhaka city.....to know more call us.http://rentacarsbd.com
We provide transport facility at convenience cost, pick and drop, office purpose, long tour, Monthly basis etc, service available for whole Bangladesh from Dhaka city.....to know more call us. http://rentacarsbd.com

About

About Of Seven RENT-A-CAR
The normal mechanical wear and tear on the vehicle is assumed by Seven Rent-A-Car.

Service includes:
  • Hourly and Daily basis car rental.
  • Monthly basis rental on discount price for long term.
  • Pick & Drop service for school and office.
  • Airport Pick-up service - We'll pick you up from the arrival lounge inside the airport, will wait there with a sign in your name.
  • Taxi Service to drop anywhere in the country.
  • Event Management - Can provide all the cars needed for any big event .

Home

Welcome To Seven RENT-A-CAR
আমাদের কাছ থেকে আপনার পছন্দের ও প্রয়োজনীয় গাড়ি ভাড়া নিতে পারেন। আপনার প্রয়োজনের কথা চিন্তা করেই , আমরা আমাদের রেন্ট-এ-কার সার্ভিস দিয়ে থাকি। আমাদের সাথে ফোন করে যোগাযোগ করতে পারেন :- ০১৬১১ ৫১১ ৬১৬ ; ০১৯১১ ৫১১ ৬১৬ ।

Seven Rent-A-Car is a family business, started up in March 2010, with the aim of providing our clients the best available transport and travel services, and the special attention they deserve.

To achieve these objectives, our company has assembled a team of competent professionals with wide experience and right approach. Ever since we started our journey, we made it a point to see that our clients always received highest personalized attention and care from our services personnel guaranteeing full satisfaction.

We assure full safety of our clients and their ods while providing our transport. Our services providers and staffers are recruited with great scrutiny to ensure passenger safety and security. They gained our trust with years of their professional services and commitment.

We attach importance to suggestions from our clients and patrons to further improve on that services that we provide.

Our front office staffers are ready to welcome you cordially whenever you visit us at our company office located at Seven Rent-A-Car, House-61 Road No-18, Sector-11, Uttara, and Dhaka-1230.



Michael Shikder Michael Shikder
Coordinator
Seven Rent-A-Car .
01611511616
http://rentacarsbd.com

Video

Seven Rent-A-Car