Thursday, November 16, 2017

৩য় পর্ব : হায়েস গাড়ির ডেইলি ও প্যাকেজ ভাড়া এর সংক্ষিপ্ত ধারনা দেওয়া হইলো ।

We provide transport facility at convenience cost, pick and drop, office purpose, long tour, Monthly basis etc, service available for whole Bangladesh and Dhaka city.....to know more call us.http://rentacarsbd.com

হায়েস গাড়ি নিয়ে , কিছু আলোচনা করি । এর পূর্বে আবার বলে রাখি, সেভেন রেন্ট-এ-কার এ প্রায় সব প্রকার গাড়ী ভাড়া দেওয়া হয় , যেমন সিডান কার, নোয়া , হায়েস , এ্যাম্বুলেন্স , পিকাপ, কভার ভ্যান, মিনি ট্রাক , ট্রাক কার্গো ভ্যান ও টুরিস্ট কোচ ডেইলি, মান্থলি ও প্যাকেজ সিস্টেমে ভাড়া দেওয়া হয় , গাড়ী ভাড়া নেওয়ার জন্য যোগাযোগ করুন , 01611511616 ; 01911511616
অফিস ঠিকানা ; House;61 , Road;18, Sector ;11, Uttara, Dhaka
ওয়েবসাইট ; http://www.rentacarsbd.com/
হায়েস গাড়ী কি ? এটা বাস অর্থাৎ মাইক্রো বাস এই গাড়ী ১২ সিট হতে ১৬ সিট পর্যন্ত হতে পারে । তবে রেন্ট-এ-কার এ যতো গাড়ী দেখা যায় তার বেশির ভাগ হচ্ছে ১২ সিটের হায়েস গাড়ী । ড্রাইভার ছাড়া ১১ জন বসতে পারে । অর্থাৎ ড্রাইভার এর পাশে একজন , ড্রাইভার ভারের পিছনে ৩ টা সারি , প্রত্যেক সারিতে ৩ জন করে বসতে পারে কিন্তু পিছনের টায় ১ জন বেশী বসতে পারে । এভাবে ১১ জন যাত্রী ও ১ জন ড্রাইভার টোটাল ১২ জন এর সিট হয় ।
এগুলো সাধারণত ডুয়েল বা ডাবল এ/সি হয়। কোন কোনটা সেন্ট্রাল এ/সি ও হয় । কিছু গাড়ী টয়োটা কম্পানি সিঙ্গেল এ/সি হিসাবেই তৈরি করে, গুলো কে টি আর এস হায়েস বলা হয়, কিন্তু সেগুলো ঢাকায় এনে ডুয়েল এ/সি করে ফেলান হয় । জিএল গাড়ী গুলো সিঙ্গেল এ/সি থেকে ডাবল করা হয় কিন্তু সুপার জিএল টয়োটা কম্পানি ডুয়েল এ/সি করে থাকে এবং গাড়ী গুলোর রং থেকে সব কিছুই ভারি ভারি দেখা যায় । এগুলতে চরতে অন্য হায়েস থেকে আরাম পাওয়া যায় । এছাড়া জাম্বু নামে হায়েস সুপার জিএল আরও বেশী ভারি ও একটু চওড়া দেখতে । এগুলো সেন্ট্রাল এসি হয়ে থাকে ।
হায়েস গাড়ী ২০০০ থেকে ২০১৪ মডেল পর্যন্ত রেন্ট-এ-কার প্রতিষ্ঠানে পাওয়া যায় । ২০০০ থেকে ২০০৭ পর্যন্ত বর্তমানে ওল্ড মডেল বলে । ২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত বর্তমানে নিউ শেফ বলে এরপর যে গুলো আসছে সে গুলো যদি লাক্সারি করা হয় , তাহাকে লেটেস্ট বলা হয়ে থাকে ।
সেভেন রেন্ট-এ-কার এ বর্তমানে ওল্ডশেফ হায়েস পাওয়া যায় না, কারন ওল্ড শেফ গাড়ী প্রায় বিভিন্ন মেকানিক্যাল প্রবলেম হয়ে থাকে । যাত্রীদের স্বচ্ছতার সাথে প্রশংসনীয় সেবা দেওয়ার জন্য সব নিউশেফ হায়েস গাড়ী দিয়ে সেবা দেওয়া হয় , ভদ্র, ভালো ও বিশস্থ ড্রাইভার দিয়ে সার্ভিস দেওয়া হয় ।
এখন প্রশ্ন হচ্ছে গাড়ী ভাড়া কত করে ? http://www.rentacarsbd.com/car8.php
এই গাড়ী গুলো ডেইলি, মান্থলি ও প্যাকেজ সিস্টেমে ভাড়া দেওয়া হয় ।
প্রতিদিন ঢাকার মধ্যে সাধারণত্ব ১০ ঘণ্টায় বডি ভাড়া ৪,০০০/ টাকা , সাথে ফুয়েল নামে গ্যাস , টোল বা পারকিং প্রয়োজন হলে, ও ড্রাইভার এর খাদ্য । ১০ ঘণ্টার বেশী হলে প্রতি ঘণ্টায় ২০০/ টাকা ওভার টাইম ।
অপর দিকে প্যাকেজ নিলে সারাদিন ১০ ঘণ্টায় ঢাকার মধ্যে ৫,৫০০/ টাকা ।
কিন্তু আপনারা কোথাও ড্রপ বা পিক এন্ড ড্রপ নিতে পারেন, এর ভাড়া সর্ব নিম্ন ১,০০০ টাকা হতে পারে ।
নিয়মিত ক্লায়েন্ট দের জন্য রয়েছে অনেক ডিসকাউনট, ৪,০০০ টাকা এর ভাড়া ৩,০০০/ হাজার হয়ে যেতে পারে , ওভার টাইম ২০০ এর পরিবর্তে ১০০ হতে পারে ।
৩য় পর্বে আমরা হায়েস গাড়ির ডেইলি ও প্যাকেজ ভাড়া এর সংক্ষিপ্ত ধারনা দিলাম । এর ৪থ পর্বে আলোচনা করবো , সেডান, নোয়া ও হায়েস গাড়ীর মান্থলি সিস্টেম ভাড়া বিষয় ।
Image may contain: car and outdoor

No comments:

Post a Comment

Thanks for your comment and opinion

Michael Shikder

Cell: 01611-511616, 01911-511616

Coordinator
Seven Rent-A-Car
House#61, Road#18, Sector#11, Uttara, Dhaka-1230, Bangladesh

http://rentacarsbd.com